ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চিকিৎসকের ভাইয়ের ফার্মেসিতে ৩শ’ পিস সরকারি ইনজেকশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
চিকিৎসকের ভাইয়ের ফার্মেসিতে ৩শ’ পিস সরকারি ইনজেকশন জব্দ করা ওষুধ। ছবি-বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রমজান আলীর ছোট ভাই জয়নাল আবেদীনের ফার্মেসি থেকে তিনশ’ পিস সরকারি সেফট্রিয়াক্সন ইনজেকশন জব্দ করেছে স্থানীয় জনতা। 

রোববার (১৮ নভেম্বর) রাতে ওই উপজেলার সিংগিমারী ইউনিয়নের দিঘীরহাট এলাকার রানা ফার্মেসি থেকে এসব ইনজেকশনসহ বিনজিরা বেগম (৩২) নামে এক নারীকে আটক করে স্থানীয় লোকজন। তবে, ঘটনাটি জানাজানি হয় সোমবার।

 

স্থানীয়রা জানান, রোববার রাতে বিনজিরা নামে এক নারী একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে এসে রানা ফার্মেসিতে একটি কার্টন রাখেন। এতে সন্দেহ হলে স্থানীয়রা গিয়ে কার্টন খুলে তাতে সরকারি ইনজেকশন দেখতে পান। খবর পেয়ে সিংগিমারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ঘটনাস্থলে এসে ইনজেকশনগুলো ইউপি কমপ্লেক্সে নিয়ে যান। পরে চেয়ারম্যান স্থানীয়দের সম্মতিতে বিনজিরা ও রানা ফার্মেসির মালিক জয়নাল আবেদীনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

জয়নাল আবেদীন দাবি করেন, ওই ওষুধগুলো তার নয়। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা চলছে।

সিংগিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বাংলানিউজকে জানান, রানা ফার্মেসি থেকে নয়, তার পাশের রাস্তা থেকে ইনজেকশনগুলো জব্দ করা হয়েছে। যা মঙ্গলবার বিভিন্ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে বন্টন করা হবে।  

লালমনিরহাট সিভিল সার্জন ডা. কাসেম আলী বাংলানিউজকে জানান, লোকমুখে বিষয়টি তিনি শুনেছেন। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।