রাজধানীর অন্যতম ব্যস্ত সড়কের এ দুটি পয়েন্টে প্রতিদিন হাজার হাজার পথচারী রাস্তা পার হন ফুটওভারব্রিজ দুটি দিয়ে। বিশেষ করে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মানুষ পার হয়ে বারডেমে আসতে গেলেই প্রয়োজন পড়ে ফুটওভারব্রিজের।
তাছাড়া প্রেসক্লাবের সামনে থেকে মানুষ যখন সেগুনবাগিচা এলাকায় আসেন তখনও প্রয়োজন হয় সেখানকার ফুটওভারব্রিজটির। এ দুই ফুটওভারব্রিজের কারণে এসব এলাকার দুর্ঘটনাও অনেকাংশে কম।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মেট্রোরেলের কাজ হচ্ছে সেখানে প্রয়োজন হলে তো আর আমরা কিছু করতে পারি না। বৃহত্তর স্বার্থে নগরবাসীকে একটু ছাড় দিতেই হবে।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এসএম/এমজেএফ