তারেক মোহাম্মদ ফয়সাল (৩০) কল্যাণপুরে আর্টিসান নামে একটি কোচিং সেন্টার পরিচালনা করে আসছিলেন। এর আড়ালে হিযবুত তাহরীরের কার্যক্রম চালাচ্ছিলেন।
শনিবার (২৪ নভেম্বর) দিনগত রাতে কল্যাণপুরে গোপন বৈঠক চলাকালে ফারাবী ও তারেকসহ হিযবুত তাহরীরের পাঁচ সদস্যকে আটক করে র্যাব-৪। আটকরা অন্য হলেন- মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র তানভীর আহম্মেদ (২১) ও মোস্তফা মোরসালীন প্রাঙ্গণ (২২), তেজগাঁও কলেজের ছাত্র জামিনুর রেজা নবীন (২৬)।
এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক লিফলেট, সংগঠনের বিভিন্ন বইয়ের সফটকপিসহ ল্যাপটপ ও পেনড্রাইভ উদ্ধার করা হয়।
রোববার (২৬ নভেম্বর) দুপুরে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব-৪ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির।
তিনি বলেন, তারেক কল্যাণপুরের আর্টিসান কোচিং সেন্টার পরিচালনা করতো। অনলাইনে উদ্বুদ্ধ হয়ে ২০১৩ সাল থেকে হিযবুত তাহরীরের সঙ্গে যুক্ত হন। তানভীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের মার্কেটিং তৃতীয় বর্ষের ছাত্র। বর্তমানে হিযবুত তাহরীরের একজন কর্মী সংগ্রাহক ও মিরপুর এলাকার দায়িত্বপ্রাপ্ত।
প্রাঙ্গণ মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ফিন্যান্স তৃতীয়বর্ষের ছাত্র। জামিনুর রেজা নবীন তেজগাঁও কলেজের ফিন্যান্স বিভাগের তৃতীয়বর্ষের ছাত্র। দু’জনেই সংগঠনের সক্রিয় সদস্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারাবী কল্যাণপুর মাঠে ক্রিকেট খেলার সূত্রে পরিচিত তারেক, প্রাঙ্গণ ও তানভীরের মাধ্যমে হিযবুত তাহরীরে উদ্বুদ্ধ হয়। পরে সংগঠনের একটি গ্রুপের নেতৃত্বে চলে আসেন তিনি। ফারাবী নতুন সদস্য সংগ্রহে অন্যকে উদ্বুদ্ধ করতেন।
সদস্যরা প্রায়ই একসঙ্গে বৈঠকে বসে খিলাফত প্রতিষ্ঠার কথা বলতো। উদ্ধাররা লিফলেটে দেখা যায়, তারা সব রাজনৈতিক দলের বিরোধিতা করে খিলাফত প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছিলো।
তারা একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন উল্লেখ করে র্যাব-৪ প্রধান বলেন, তবে আসন্ন নির্বাচনের সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতার খবর পাওয়া যায়নি। অতীতের মতো নিয়মিত নাশকতার পরিকল্পনার মতো এবারো পরিকল্পনা করে আসছিল।
গ্রেফতারদের মধ্যে হিযবুত তাহরীরের নেতৃত্ব পর্যায়ের সদস্য রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করলে পুরো নেটওয়ার্ক সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
পিএম/এএ