ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত সভায় বক্তব্য রাখেন মেয়র তালুকদার আব্দুল খালেক। ছবি: বাংলানিউজ

খুলনা: ‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনায় ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 

রোববার (২৫ নভেম্বর) দুপুরে দিবসটি উপলক্ষ্যে খুলনা সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন যৌথভাবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।

খুলনা অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির তার বক্তব্যে মেয়র খালেক বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মূলমন্ত্র সমবায় ভিত্তিক সমাজ গঠন। বঙ্গবন্ধু এই সত্যটি উপলব্ধি করে দেশ স্বাধীনের পরপরই প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড সমবায়ের ভিত্তিতে পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দশ উদ্যোগে গ্রামাঞ্চলে দরিদ্রের হার কমাতে অসামান্য অবদান রেখে চলেছে। শহর ও গ্রামের মধ্যে বৈষম্য দিন দিন হ্রাস পাচ্ছে। বিগত দশ বছরে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এভাবে প্রতিটি গ্রামকে যদি আমরা সমবায়ের ভিত্তিতে গড়ে তুলতে পারি তাহলে অচিরেই প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে।

সভায় জানানো হয়, খুলনা বিভাগে গত তিন বছরে সমবায় বিভাগের মাধ্যমে ১৮ হাজার ৮৭১ জন সমবায়ীকে আয়বর্ধক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মৎস্য চাষ, গবাদী পশু পালন, মোবাইল সার্ভিসিংসহ অন্যান্য প্রশিক্ষণ। এসব প্রশিক্ষণ এবং ঋণ বিতরণের মাধ্যমে ২২ হাজার ২৭২ জনের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। সভায় আরও জানানো হয়, খুলনা বিভাগে প্রায় ১৩ হাজার নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে যেগুলোর কার্যকারী মূলধন প্রায় ৬৯৭ কোটি টাকা। খুলনা বিভাগে মোট ১১৬টি মিল্ক ভিটাভুক্ত সমিতি রয়েছে এবং দুগ্ধ প্রকল্পের আওতায় এক হাজার ১৭৬টি পরিবারকে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা গাভী ক্রয় বাবদ ঋণ দেওয়া হয়েছে। ১৬২টি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ১৩ হাজার ২১২টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে যাদের স্বাবলম্বী করার লক্ষ্যে সমবায় বিভাগের মাধ্যমে প্রায় ১১ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউর রহমান, জেলা সমবায় অফিসার ফরহানা আফরোজ ও জেলা সমবায় ইউনিয়নের সম্পাদক মো. হেমায়েত হোসেন।

সভায় স্বাগত বক্তব্যে রাখেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. খায়রুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় ইউনিয়নের সভাপতি ইয়াকুব আলী খান পলাশ।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে ক্রেস্ট ও স্বর্ণপদক বিতরণ করা হয়।  

এর আগে সকালে মহানগরের শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা,  নভেম্বর ২৫, ২০১৮
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।