ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে তিন ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
মানিকগঞ্জে তিন ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা ইটভাটা, ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: ইট তৈরিতে কারচুপির অভিযোগে মানিকগঞ্জের তিন ইটভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার অধিদফতর।

রোববার (২৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার মিতরা এলাকার তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে এ  জরিমানা করা হয়।

ভাটাগুলো হলো- মের্সাস ডায়না ব্রিকস, মের্সাস এ.আর.সি ব্রিকস ও এস.আর.ওয়াই ব্রিকস।

প্রতিটি ইটভাটার মালিকে লাখ টাকা করে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বাংলানিউজকে জানান, ইট তৈরিতে পরিমাপে কারচুপি ও দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রে কারচুপির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৮ ও ৪৯ ধারায় ওই তিনটি ইটভাটাকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
কেএসএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।