বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সংগঠনের সভাপতি মুশফিক উস সালেহীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ‘অযথা চিৎকার নয়, চাই মস্তিস্কের পরিচর্যা’ এ স্লোগানে গত ১৬ নভেম্বর (শুক্রবার) থেকে শুরু হয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার ১৩তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, অষ্টম আন্তঃকলেজ বিতর্ক ও অষ্টম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা।
এবারের আসরে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অরগানাইজেশন (জেইউডিও)। রানার্স আপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
বিতর্ক প্রতিযোগিতায় জুডোর এর পক্ষে অংশ নেয়- ফয়সাল মাহমুদ শান্ত, মারুফ বিন মোজাম্মেল, তাজরীন ইসলাম তন্বী। এরমধ্যে ‘ডিবেটার অফ দ্যা ফাইনাল’ হয় মারুফ বিন মোজাম্মেল।
কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কলেজ, রানার্স আপ রাজউক উত্তরা মডেল কলেজ। স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন জিরাবো ক্যান্টমেন্ট পাবলিক স্কুল, রানার্স আপ ধানমন্ডি গভঃ বয়েজ স্কুল।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
ওএইচ/