রোববার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিনিধি দল এ প্রত্যাশা করে।
ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় প্রতিনিধি দলের নেতা রূপার্ট ম্যাথ্যুস সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক নিরপেক্ষ হবে বলে আমরা প্রত্যাশা করছি।
যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির এ এমপি বলেন, যেখানে নির্বাচনে সহিংসতা, কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার আশঙ্কা থাকে, সেখানেই ইইউ নির্বাচন পর্যবেক্ষক পাঠিয়ে থাকে। তবে বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনের প্রতিজ্ঞা করেছে, সেকারণে এখানে আমরাও প্রত্যাশা করছি নির্বাচন সুষ্ঠু হবে।
নির্বাচন সুষ্ঠু হবে- এটা প্রত্যাশা করার কারণ জানতে চাইলে রূপার্ট ম্যাথ্যুস বলেন, আমরা এখানে বিভিন্ন সেক্টরের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি। এখানে পরিস্থিতি পর্যবেক্ষণও করেছি। অবশেষে আমরা প্রত্যাশা করছি নির্বাচন সুষ্ঠু হবে।
ইউরোপীয় পার্লামেন্টের ৬ সদস্যের এ প্রতিনিধি দল শনিবার ( ২৪ নভেম্বর) তিন দিনের সফরে ঢাকায় আসেন। প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
টিআর/এসএইচ