রোববার (২৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
এবারও আওয়ামী লীগপন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপিপন্থি সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে দু’টি প্যানেলে মোট ২৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সমিতির ১২৭৮ জনের মধ্যে ১১০৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এছাড়া সহ সভাপতি পদে বিএনপিপন্থি সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলের সরদার আব্দুল জলিল ও হালিমা আক্তার খানম, যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম লিটন, লাইব্রেরি সম্পাদক হাবিবুর রহমান মালী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জয়দেব কুমার সরকার নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে আব্দুস সোবাহান সরদার, ফারজানা এলিজা, এস এম সাইফুর রহমান সুমন ও মোল্লা হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে আ’লীগপন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের সদস্য পদে তিনজন নির্বাচিত হয়েছেন।
এরা হলেন মেহেদী হাসান, বিধান চন্দ্র ঘোষ ও মোসা. শাম্মী আক্তার। পরিচালনা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ এম আহমেদ উল্লাহ, লিয়াকত আলী মোল্লা ও বেগম আক্তার জাহান রুকু।
বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এসআরএম/এসএইচ