ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৪ পদোন্নতিপ্রাপ্ত ডিআইজিকে র‍্যাংক ব্যাজ পরালেন আইজিপি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
৪ পদোন্নতিপ্রাপ্ত ডিআইজিকে র‍্যাংক ব্যাজ পরালেন আইজিপি আবু কালাম সিদ্দিককে ব্যাজ পরিয়ে দিচ্ছেন আইজিপি

ঢাকা: সম্প্রতি পদোন্নতি পাওয়া পুলিশের চার উপ মহাপরিদর্শকে (ডিআইজি) র্যাংক ব্যাজ পরালেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

রোববার (২৫ নভেম্বর) আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্সে তার নিজ কার্যালয়ে পদোন্নতিপ্রাপ্তদের  র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এসময় পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার চারজন পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) আবদুল বাতেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার ইমতিয়াজ আহমেদ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত ডিআইজি মাইনুল হাসান ও ঢাকা রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি আবু কালাম সিদ্দিক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১–এর উপসচিব কামরুল আহসান তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এ আদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।