সোমবার (২৬ নভেম্বর) বেলা ১২টার দিকে পানছড়ি-লোগাং সড়কের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা শহর প্রদক্ষিণ করে। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক নাজির হোসেন ও ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব।
বক্তারা ঘটনার জন্য প্রসীত খীসার ইউপিডিএফকে দায়ী করে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এদিকে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা ঘটনার প্রতিবাদে পানছড়ি-খাগড়াছড়ি ও পানছড়ি-লোগাং সড়কে সব ধরনের যানচলাচল বন্ধ করে দেয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বলেন, হামলার ঘটনা ইউপিডিএফ জড়িত থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এডি/আরআর