সোমবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিক সম্মেলনে এ দাবি জানায় দেশের চরগুলোর উন্নয়ন নিয়ে কাজ করা সংগঠনগুলোর ফোরাম ন্যাশনাল চর অ্যালায়েন্স এবং বেসরকারি গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা সমন্বয়।
সম্মেলনে বক্তারা বলেন, দেশের মূলভূমির সঙ্গে যুক্ত চর, দ্বীপ চর, উপকূলীয় চর ও অস্থায়ী চরে প্রায় ১ কোটি মানুষের বসবাস।
এসব কারণেই আমরা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট ও রাজনৈতিক দলগুলোর ইশতেহারে চরের মানুষের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে চর ফাউন্ডেশন অথবা বোর্ড গঠন করে যথাযথ বাজেট বরাদ্দ ও তা ব্যয় করা, চরের মানুষের দারিদ্র বিমোচন, টেকসই উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা সেবা নিশ্চিত, খাদ্য ও পুষ্টি চাহিদাপূরণ, কর্মসংস্থান তৈরি, দক্ষ জনসম্পদ তৈরি, কৃষি উৎপাদন বৃদ্ধি, দুর্যোগ মোকাবেলায় সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা, চরাঞ্চলের দারিদ্র বিমোচন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালনা, দুর্যোগ মোকাবেলা, নারী ও শিশু অধিকার রক্ষা, ভূমির ব্যবহার, কৃষির উন্নয়ন, ফসল বিপণন, সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ চর জনগোষ্ঠীর উন্নয়নে জাতীয় চর নীতিমালা সংযোজনের দাবি জানানো হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমন্বয়ের সচিব শাহীন উল আলম। এতে আরো উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা অ্যাসোডের প্রজেক্ট কো-অর্ডিনেটর এমদাদুল হক, সমন্বয়ের গবেষণা সহকারী মাহবুব আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
আরবি/