ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে ইটভাটা মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮

নীলফামারী: পরিবেশ দূষণের দায়ে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ‘এআর ব্রিকস’ নামে ইটভাটা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেহানুল হক এ অর্থদণ্ড দেন।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমানসহ পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলানিউজকে ইউএনও রেহানুল হক জানান, পরিবেশ দূষণ হচ্ছে এমন খবর পেয়ে ওই উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাই সৈয়দপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কাঠের পরিবর্তে জ্বালানি হিসেবে প্লাস্টিক ব্যবহার করে পরিবেশ দূষণের দায়ে ‘এআর ব্রিকস’ নামে ইটভাটা মালিক আব্দুর রাজ্জাককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।