ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিকল্প কর্মসংস্থান না করে ব্যাটারি রিকশা বন্ধ করা যাবে না: এসএসপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
বিকল্প কর্মসংস্থান না করে ব্যাটারি রিকশা বন্ধ করা যাবে না: এসএসপি

ঢাকা: ‘বিকল্প কর্মসংস্থান না করে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করা যাবে না’ শিরোনামে এক উন্মুক্ত সংবাদ সম্মেলন করেছে ২১টি জাতীয় ভিত্তিক শ্রমিক সংগঠনের জোট ‘সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)’।

রোববার (২৪ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসএসপি’র প্রধান সমন্বয়ক বাচ্চু ভূইয়া।

এতে বক্তব্য রাখেন এসএসপি’র সমন্বয়কদের মধ্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সভাপতি মোশাররফ হোসেন, ভাসানী শ্রমিক পরিষদের আহ্বায়ক বাবুল বিশ্বাস, শ্রমিক সংহতির নেতা মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, গার্মেন্টস শ্রমিক আন্দোলনের সভাপতি হারুন অর রশীদ, এবি শ্রমিক সংগঠনের নেত্রী আজিজা সুলতানা, অটোরিকশা শ্রমিক নেতা সাখাওয়াত হোসেন দুলাল, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের আহ্বায়ক সোহেল শিকদার প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দেশে কর্মসংস্থানের অভাবে স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা ব্যাটারিচালিত অটোরিকশা ঢাকাসহ সারা দেশে বিপ্লবী অবদান রাখছে। ব্যাটারিচালিত অটোরিকশার ওপর চালক, মালিক ও তাদের পরিবারের সদস্যসহ প্রায় ৩ কোটি মানুষ নির্ভরশীল। স্বার্থান্বেষী গোষ্ঠীর সুবিধার জন্য করা মামলায় হাইকোর্ট ব্যাটারিচালিত রিকশা চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে। হাইকোর্টের এই রায়ে ক্ষুব্ধ হয়ে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা ঢাকার রাস্তা, রেলপথে সভা-সমাবেশ ও প্রতিরোধ গড়ে তোলেন।

নেতৃবৃন্দ বলেন, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করা যাবে না। হাইকোর্টের মামলার বিপরীতে ২১টি জাতীয় ভিত্তিক শ্রমিক সংগঠনের জোট ‘সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)’ আইনি লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করছে। আগামী ৭ দিনের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।

সভাপতির বক্তব্যে বাচ্চু ভূইয়া বলেন, আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, অন্তর্বর্তী সরকারে বোধোদয় হয়েছে। আজ সকালে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত হাইকোর্টের জারিকৃত ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশ স্থগিত করেছেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকারের বৈষম্যহীন নীতির পক্ষে। জুলাই অভ্যুত্থানে আমরা অনেক রিকশাওয়ালা জীবন দিয়ে লড়াই করেছি। অন্তর্বর্তী সরকারের এই আদেশকে স্থগিত করাকে আমরা স্বাগত জানাই। এই রায় সম্পূর্ণ বাতিল না হওয়া পর্যন্ত আমাদের রাজপথ ও কোর্টে আইনি লড়াই চলবে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।