ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে বুধবার ( ৫ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন রাবার্ট মিলার।
এর আগে ২৯ নভেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন রবার্ট মিলার। সে সময় মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রপতির সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা করেন।
আর্ল রবার্ট মিলার গত ১৮ নভেম্বর ঢাকায় আসেন। মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বিদায় নেয়ার আগেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে রবার্ট মিলারের নাম ঘোষণা করেন।
গত ১৩ অক্টোবর মার্কিন সিনেটে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে অনুমোদনও পান আর্ল রবার্ট মিলার। সে অনুযায়ী গত ১৮ নভেম্বর তিনি ঢাকায় আসেন।
প্রায় চার বছর ঢাকায় দায়িত্ব পালন শেষে গত ২ নভেম্বর বিদায় নেন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
টিআর/এমজেএফ