ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১৭ বাংলাদেশিকে ফেরত দিলো মিয়ানমার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
১৭ বাংলাদেশিকে ফেরত দিলো মিয়ানমার দু’দেশের প্রতিনিধি দলের সদস্যসহ ফেরত পাওয়া ১৭ বাংলাদেশি। ছবি : বাংলানিউজ

কক্সবাজার: বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে পতাকা বৈঠকের পর ১৭ বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার।

বুধবার (৫ ডিসেম্বর) মিয়ানমারের মংডুর এক নম্বর এক্সিট পয়েন্টে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

বৈঠকে বাংলাদেশের ১৩ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ ২ বিজিবির পরিচালক  লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী এবং মিয়ানমারের পক্ষে ইমিগ্রেশান বিভাগের উ থ্রান্ট লিন নেতৃত্ব দেন।

ফিরিয়ে আনা ১৭ বাংলাদেশির মধ্যে কক্সবাজারের টেকনাফের ৯ জন, কক্সবাজার সদরের ৪ জন, রামু উপজেলার ১ জন, চট্টগ্রামের বাঁশখালীর ২ জন, সাতকানিয়ার ১ জন রয়েছে।

ফিরিয়ে আনা বাংলাদেশিরা হলেন, কক্সবাজারের মো. সামির ছেলে মোহাম্মদ শফিক, ঘোনার পাড়ার আজগর আলীর ছেলে মোহাম্মদ জালাল উদ্দিন, চট্টগ্রামের বাঁশখালীর লেদু মিয়ার ছেলে বদিউল আলম, সরল বাজারের আইয়ুব আলীর ছেলে জামাল উদ্দিন, সাতকানিয়া নেটা ফকিরপাড়ার ওয়াসিউর রহমানের ছেলে মো. হেলাল, টেকনাফ শীলখালীর আব্দুন শুক্কুরের ছেলে রহিমুল্লাহ, নুরুল কবিরের ছেলে মফিজুর রহমান, আনোয়ারুল ইসলামের ছেলে আজিজুল ইসলাম, গোদারবিলের মো. সাব্বির আহম্মদের ছেলে মোহাম্মদ শাকের, হারিয়া খালীর আব্দুল আমিনের ছেলে মিজানুর রহমান,আব্দুর রশিদের ছেলে আজিজ উল্লাহ,আব্দুল মজিদের ছেলে আব্দুস সালাম, শাহপরীরদ্বীপের মৃত আব্দুল কাদেরের ছেলে মো. জালাল, মৃত সেতাব্বরের ছেলে আবু তাহের, লাফারঘোনার মৃত কালু মিয়ার ছেলে নুরুল আলম, খাগড়াছড়ির মানিকছড়ির বড়দোলা কুনজুরী পাড়ার অং জো মারমার ছেলে সে থু অং মারমা ও মং প্রু মারমার ছেলে ইউ সা খ মারমা।

লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী  জানান, নাফনদীতে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হওয়া এ ১৭ বাংলাদেশিকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য দু’দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দু’ঘণ্টা নানা বিষয়ে আলোচনা শেষে সাড়ে ১২ টার দিকে বাংলাদেশি ১৭ নাগরিককে আমাদের কাছে হস্তান্তর করা হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে জেলা প্রশাসক মো. কামাল হোসেন,পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ ১৩ সদস্যর প্রতিনিধি দল আর মিয়ানমার ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট এর ১২জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও মিয়ানমারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের দু’কর্মকর্তা বৈঠকে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এসবি/এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।