গাইবান্ধা: গাইবান্ধা শহরের সার্কুলার রোডে অগ্নিকাণ্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বাড়ি পুড়ে গেছে।
বুধবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার পর শহরের সার্কুলার রোডের সুইপার কলোনির কাছে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর হঠাৎ করেই একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভায়। এসময় রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরাও তাদের সহায়তা করে। কিন্তু ততক্ষণে রেফ্রিজারেটর সার্ভিসিং, কম্পিউটার, কুরিয়ার সার্ভিস সেন্টার, মোটরসাইকেল গ্যারেজ ও একটি বসতবাড়ি পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খতিয়ার উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
এমআরএ/এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।