বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহার: নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সুজনের সভাপতি ড. বদিউল আলম মজুমদার।
সংবাদ সম্মেলনে আট দফা দাবি জানিয়ে লিখিত নিবন্ধ পাঠ করেন সুজনের কেন্দীয় সমন্বয়কারী দীলিপ কুমার রায়।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আগামী সপ্তাহেই রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে। তাই বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর কাছে নাগরিক প্রত্যাশা তুলে ধরার জন্যই এ আয়োজন বলে জানান আয়োজকরা।
সম্মেলনে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে ইশতেহার হলো দলের সাথে নাগরিকদের অলিখিত চুক্তি। সেখানে দেশের সাধারণ নাগরিকদের আশা-প্রত্যাশা প্রতিফলন থাকে। এর মাধ্যমে দলগুলো ক্ষমতায় গিয়ে কী করবে তার একটি আভাস পাওয়া যায়। তাই আমরা নাগরিকরা কী ধরনের উন্নয়ন চাই, সেটি তুলে ধরা অত্যন্ত জরুরি।
এ সময় তিনি নির্বাচন কমিশনে নিয়োগের ক্ষেত্রে বিশেষ আইন প্রণয়নের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নির্বাচন কমিশনে নিয়োগের লক্ষ্যে একটি আইন প্রণয়ন করা উচিত যাতে করে স্বচ্ছতার ভিত্তিতে সৎ, যোগ্য, নিরপেক্ষ ও স্বাধীনচেতা ব্যক্তিদের কমিশনে নিয়োগ দেওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এইচএমএস/এমজেএফ