বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে পুলিশ অতি দলবাজ কর্মকর্তা হিসেবে উল্লেখ যে তালিকা ইসিতে দেওয়া হয়েছে, সেখানে কেএমপি কমিশনারের নামও রয়েছে।
কমিশন সূত্র জানিয়েছে, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে কেএমপি কমিশনারের 'ভূমিকা' নিয়ে ইসিতে বিরূপ প্রতিবেদন জমা পড়ে সম্প্রতি।
এমন সিদ্ধান্তের ফলে তাকে সরিয়ে অন্য দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে শিগগিরই নির্দেশনা দেবে বলে ইসি কর্মকর্তারা জানান। এর আগে কমিশন নারায়নগঞ্জ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছিল ইসি। এছাড়া দুইজন ওসিকেও প্রত্যাহার করেছে।
আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ০৬ ডিসেম্বর, ২০১৮
ইইউডি/এমএমএস