রোববার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চর আমিনুল হক গ্রামের মোস্তফার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত শিরিন ওই বাড়ির দিনমজুর মো. ফারুকের স্ত্রী।
স্থানীয়রা জানান, শনিবার (৮ ডিসেম্বর) বিকেলে বিবি হাজেরা শিরিনের দেবর বাদশা মিয়ার ব্যবহৃত একটি স্মার্টফোন চুরি হয়। এ ঘটনার জন্য শ্বশুর মোস্তাফা, শাশুড়ি, দেবর বাদশা ও রাজু ওই গৃহবধূকে দায়ী করেন। এনিয়ে বিকেলে ও সন্ধ্যায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এতে অপমানিত ও ক্ষুব্ধ হয়ে রাত ৮টার দিকে শিরিন তার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে তার নানা বাড়ি যাবে বলে ঘর থেকে বের হয়ে যান। পরে রাতে ওই গৃহবধূর স্বামী ফারুক বাড়িতে এসে তাকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। একপর্যায়ে তাদের বাড়ির পাশের একটি আম গাছের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় শিরিনকে ঝুলতে দেখতে পান ফারুক।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
জিপি