রোববার (৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে টঙ্গীর মিলগেট এলাকায় একটি তুলার গুদামে আগুন লাগে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
অপরদিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কবীরুল আলম জানান, সকালে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার মিনহাজের বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুনে ওই বাড়ির ১০টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
আরএস/আরবি/