ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা সহ্য করা হবে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা সহ্য করা হবে না বক্তব্য দিচ্ছেন আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ-ছবি-বাংলানিউজ

রংপুর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রো কোতয়ালী থানা সমন্বয় কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অতীতে যা হয়েছে, এবার সেই সুযোগ আর তৈরি হবে না।

কারণ জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সজাগ। তাই নির্বাচনকে ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না।

আরপিএমপি কমিশনার আরও বলেন, পুলিশের সঙ্গে জনগণের সংখ্যতা সহায়তা ও সম্পৃক্ততার কারণে দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা কমে এসেছে। মাদক নির্মূলও সম্ভব হবে। ঘুষ দেওয়া-নেওয়া বন্ধ করতে হবে। আরপিএমপির কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ পেলে তার জায়গা এখানে হবে না।

পুলিশ সদস্য রুকাইয়া তামান্নার সঞ্চালনায় ও কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আরপিএমপি’র উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (হেড কোয়ার্টার্ট) আব্দুল্লাহ আল ফারুক, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আলতাফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) জমির উদ্দিন, সম্মানিত অতিথি ছিলেন রংপুর প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, রংপুর জেলা ও মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ও বিভাগীয় সমন্বয়ক সুশান্ত ভৌমিক, কোতয়ালী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব আব্দুল কাদের দিদার।  

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, সংরক্ষিত কাউন্সিলর হাসনা বানু, ২২ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং-এর সভাপতি আবু আহমেদ সিদ্দিক পারভেজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।