ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা উদ্যানে পানির হাউজে পড়ে দুই শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
ঢাকা উদ্যানে পানির হাউজে পড়ে দুই শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান আবাসিক এলাকার একটি পানির হাউজে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের নাম হাবীব (৩) ও মারিয়া (৩)।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেলে আবাসিক এলাকার একটি বাসার সেই হাউজে পড়ে গেলে রাত ৮টার দিকে অচেতন অবস্থায় শিশু দু’টিকে শ্যামলীর শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

হাবীব ভোলার বোরহানউদ্দিন উপজেলার মোস্তফার ছেলে।

আর মারিয়া একই জেলার লালমোহন উপজেলার মনির মৃধার মেয়ে। তারা দু’জনে পরিবারের সঙ্গে ঢাকা উদ্যানের বি ব্লকের ২ নম্বর রোডে সেলিম নামের এক ব্যক্তির বাড়িতে থাকতো।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ অালী বাংলানিউজকে জানান, বিকেলে বাসার সামনে খেলার সময় শিশু দু’টি পানির হাউজে পড়ে যায়। স্বজনরা তাদের অনেক খোঁজাখুঁজি করে এক পর্যায়ে পানির হাউজটিতে দেখতে পায়। সঙ্গে সঙ্গে দু’জনকে উদ্ধার করে শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাদের বাঁচানো যায়নি।

শিশু দু’টির মরদেহ এখন পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে আছে বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।