নির্বাচনী প্রচারণায় সকাল থেকে মধ্যরাতে পর্যন্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে।
বেলা ২টার পর থেকে মাইক-বাহী গাড়িতেও শুরু হয়ে যায় প্রচারণার কাজ।
নির্বাচনী মাঠ ঘুরে জানা গেছে, প্রতীক বরাদ্দের দিন গত সোমবার দুপুর থেকেই বিভিন্ন এলাকায় প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। পাশাপাশি দলীয় প্রার্থীর পক্ষে নেতা-কর্মীরা আলাদভাবেও প্রচারণা চালাচ্ছেন।
বুধবার দুপুরে বরিশাল সদর রোডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বরিশাল ৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুখ শামীম। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া নেতা-কর্মীরা অন্যান্য এলাকায় নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের মাঝে প্রচারণা চালান।
অপরদিকে এ আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার বরিশাল সদর উপজেলার কাগাশুরা ও মতাশা এলাকায় গণসংযোগ করেছেন। এসময় তার সঙ্গে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একইভাবে বরিশালের ৬ আসনে পুরোদমে প্রার্থী ও কর্মী সমর্থকরা চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণার কাজ।
আগামী ৩০ ডিসেম্বর বরিশালের ৬ আসনে ৮০৫ টি কেন্দ্রে ১৭ লাখ ৭৮ হাজার ৫৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বেছে নেবেন পছন্দের প্রার্থী।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২
এমএস/এপি