বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, বিএনপির আমলে এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি, হয়েছে শুধু লুটপাট, এলাকার একটি রাস্তাও পাকা করেনি তারা।
তিনি আরো বলেন, ২০০১ সালে বিএনপি মানুষের ঘর বাড়ি পুড়িয়েছে, নারী ও শিশু নির্যাতন করেছে, তাদের ভয়ে অনেকে এলাকায় থাকতে পারেনি, এমনকি বাবা-মায়ের জানাজায় অংশগ্রহণও করতে পারেনি। আওয়ামী লীগ ১০ বছর ক্ষমতায় কিন্তু কারো উপর অত্যাচার হয়নি, সবাই শান্তিতে আছে। আমরাই মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, চরসামাইয়া ইউপি চেয়ারম্যান মো. মহিউদ্দিন মাতাব্বর।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
আরএ