ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘চাঁদপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
‘চাঁদপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন বইয়ের মোড়ক উন্মোচন। ছবি: বাংলানিউজ

চাঁদপুর: মুক্তিযোদ্ধা শাহজাহান কবির বীর প্রতীকের লেখা ‘চাঁদপুর জেলা মুক্তিযুদ্ধের ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বইটির মোড়ক উন্মোচন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র নাছির উদ্দিন আহমেদ ।  

মুক্তিযোদ্ধা সানা উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী, শহীদ পরিবারের সন্তান অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সভাপতি ও লেখক কাজী শাহাদাত, বইটির লেখক মুক্তিযোদ্ধা শাহজাহান কবির বীর প্রতীক প্রমুখ।

অনুষ্ঠানে সদর উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

বাংলাদশে সময়:  ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এমআরএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।