ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন যাত্রীবাহী বাসে আগুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে বিশমাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ থেকে নির্বাচনী সভা শেষ করে প্রধানমন্ত্রীর গাড়িবহর বিশমাইল এলাকা পার হওয়ার পরপরই বাসে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সাভার ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, ‘পৌঁনে আটটার সময় ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। এ সময় গাড়িতে কেউ ছিলো না। আগুন লেগে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে। ’
 
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বলেন, ‘আগুন লাগার খবর শোনার পর ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। গাড়ির চালক, সহকারী কেউই ছিলো না। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।