ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর গোলাহাট বদ্ধভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
সৈয়দপুর গোলাহাট বদ্ধভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন গোলাহাট বদ্ধভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন। ছবি: বাংলানিউজ

নীলফামারী: শহীদ বুদ্ধিজীবী দিবসে নীলফামারীর সৈয়দপুরের গোলাহাট বদ্ধভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় (১৪ ডিসেম্বর) বদ্ধভূমির স্মৃতিসৌধের বেদীতে সর্বস্তরের মানুষ মোমবাতি জ্বালিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন। 

সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া মোমবাতি জ্বালিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।  

এরপর মুক্তিযোদ্ধা সংসদ সৈয়দপুরের সাবেক কমান্ডার একরামুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান শাহীনসহ একে একে অনেকে বেদীমূলে প্রদীপ জ্বালান।

 

এসময় বদ্ধভূমিতে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এতে মুক্তিযুদ্ধে শহীদদের অবদান ও তাদের স্বপ্নের সোনারবাংলা গড়ে তোলার শপথ নেওয়া হয়।  

পরে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটি অধ্যক্ষ হাবিবুর রহমান।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।