রোববার (১৬ ডিসেম্বর) সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে স্বস্তি প্রকাশ করেন নানা শ্রেণি-পেশার মানুষ। একইসঙ্গে পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান তারা।
বাহার উদ্দিন নামে এক শ্রমিক এসেছেন শহীদদের শ্রদ্ধা জানাতে। শ্রদ্ধা জানানো শেষে তিনি বাংলানউজকে বলেন, বিজয়ের আজ ৪৭ বছর। এরপরও জাতির শ্রেষ্ঠ সন্তান হত্যাকারী সবার বিচার হলো না। তবে কিছু হত্যাকারীর বিচার হয়েছে এটাও কম কথা নয়।
একইসঙ্গে যাদের বিচার এখনও হয়নি বা যারা দেশের বাইরে আছেন তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করেন এই শ্রমিক।
রউচউদ্দীন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, আমাদের বিজয়ের আনন্দ সেদিনই স্বার্থক হবে যেদিন আমরা সব স্বাধীনতা বিরোধীদের বিচার করতে পারবো। তবে বড় অপরাধীদের বিচার হওয়াটা ইতিবাচক।
তিনি বলেন, বড় বড় অপরাধীদের বিচার হলে ছোট অপরাধীদের বিচারও হবে আশা করি।
একই কথা বলেন কলেজ শফিকুল ইসলাম।
তিনি বলেন, অপরাধী যেই হোক সব অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচার হলেই কেবল আমাদের শহীদদের আত্মা শান্তি পাবে।
বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৬. ২০১৮
ইএআর/এসআই