ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেঘনায় বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
মেঘনায় বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান গাছের পাইলিং উচ্ছেদ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর কয়েক হাজার বর্গফুট এলাকা অবৈধভাবে দখল ও ভরাটের উদ্দেশে স্থাপিত গাছের পাইলিং উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে বৈদ্যেরবাজার ইউনিয়নের চর লাউয়াদী এলাকায় মেঘনা নদীতে গাছ দিয়ে করা পাইলিংয়ে এ অভিযান চালানো হয়।  

এছাড়া অজ্ঞাত একটি প্রতিষ্ঠানের পাইলিং ভেঙে দেওয়া হয়েছে।

এসময় বালু দিয়ে নদী ভরাট করায় তিনজনকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক মো. শহীদুল্লাহ, সহকারী পরিচালক ইশতিয়াক পারভেজ, মো. শাহআলম প্রমুখ।  

এদিকে, স্পিডবোটে করে উচ্ছেদ অভিযানসহ মেঘনা নদীর বর্তমান অবস্থা পরিদর্শন করেছেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডোর এম মোজাম্মেল হক, নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক মো. শহীদুল্লাহ বাংলানিউজকে বলেন, মেঘনা নদীর কয়েক হাজার বর্গফুট জায়গা বালু ফেলে ভরাট করা হয়েছিল। নদীর আরো কয়েক হাজার বর্গফুট জায়গা দখলের উদ্দেশে পাইলিংও করা হয়। আমরা সেই পাইলিং ভেঙে দিয়েছি। এছাড়া এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) চিঠি দেওয়া হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।