ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উ‌লিপু‌রে ‌ভুয়া এম‌পি প্রার্থী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
উ‌লিপু‌রে ‌ভুয়া এম‌পি প্রার্থী আটক

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রাম-৩ (উলিপুর উপজেলা) আসনের নির্বাচনী এলাকায় প্রচারণা চালানোর সময় দুদু জোদ্দার না‌মে এক ভুয়া এমপি প্রার্থীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে উলিপুর বাজার থেকে তাকে আটক করা হয়।
 
দুদু জোদ্দার উলিপুর পৌরসভা এলাকার ৮নম্বর ওয়ার্ডের জোনাইডাঙ্গা গ্রামের ধনীয়া জোদ্দারের ছেলে।

উলিপুর বাজা‌রের ব্যবসায়ীরা বাংলানিউজকে জানান, দুদু জোদ্দার নিজেকে স্বতন্ত্র প্রার্থী পরিচয় দিয়ে হেলিকপ্টার প্রতীক সম্ব‌লিত পোস্টার ছা‌পি‌য়ে ভোট চেয়ে মাইকিং করছিলেন। কুড়িগ্রাম-৩ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় স‌ন্দেহ হ‌লে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে খবর দেয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে জানান, দুদু জোদ্দার আটক করা হয়েছে। প্রচার কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ইজিবাইক ও মাইকসহ ইজিবাইক চালককেও আটক করা হয়েছে।

দুদু চুরির মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি কি উদ্দেশে এটা ক‌রে‌ছেন তা জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, ডি‌সেম্বর ১৮, ২০১৮
এফইএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।