ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে পাচারের সময় ৩ হাজার কেজি ইউরিয়া সার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
গোপালগঞ্জে পাচারের সময় ৩ হাজার কেজি ইউরিয়া সার জব্দ জব্দ করা সার বোঝাই নছিমন। ছবি-বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে পাচারের সময় তিন হাজার কেজি (৫০ কেজি করে ৬০ বস্তা) ইউরিয়া সার জব্দ করেছে কৃষি বিভাগ।

সোমবার (১৭ ডিসেম্বর) দিনগত রাতে জেলা শহরের পাচুড়িয়া এলাকা থেকে এসব সার জব্দ করা হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, শহরের মনি ট্রেডার্স থেকে একটি নছিমনে করে তিন হাজার কেজি ইউরিয়া সার টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি গ্রামের নাসির মিয়ার কাছে পাচার করা হচ্ছিল।

খবর পেয়ে শহরের পাচুড়িয়ায় অভিযান চালিয়ে সার বোঝাই নছিমনটি জব্দ করা হয়। পরে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 
তিনি আরো জানান, এ ব্যাপারে মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেকেন্দার শেখ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে, বৈধ কাগজপত্র না পেলে নিয়মিত মামলা করা হবে।  

বাংলাদেশ সময়: ১৩০৬, ডিসেম্বর ১৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।