ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নির্বাচনী মাঠে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
নির্বাচনী মাঠে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি বিজিব সদস্যদের ছবি

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে এবার মাঠে নামলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। নির্বাচনী নিরাপত্তায় এরইমধ্যে রাজধানীসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দেশজুড়ে বিজিবি সদস্যরা অবস্থান শুরু করলেও দুপুর নাগাদ তাদেরকে মোতায়েনের কথা জানানো হলো।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বাংলানিউজকে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে মঙ্গলবার থেকে ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

আজকের মধ্যেই বিজিবি সদস্যদের মোতায়েন সম্পন্ন হয়ে যাবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় তারা দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার সকালে বিজিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ঢাকা মেট্রোপলিটন ও ঢাকা বিভাগীয় এলাকায় মোট ১৪১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া সারাদেশেই বিজিবি সদস্যরা নির্ধারিত স্থানে অবস্থান নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।