মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে তার স্ত্রী দূর্গা রানী ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামা তিন আসামির বিরুদ্ধে মামলাটি করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে দূর্গা রানী ঘোষ বলেন, আমার স্বামী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ বলেন, দুপুরে অসীম কুমার চক্রবর্ত্তীর স্ত্রী দূর্গা রানী ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামা তিন আসামির বিরুদ্ধে মামলা করেছেন। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। দোষীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
সোমবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলা সদর থেকে আট্টাকী কুণ্ডপাড়া গ্রামের নিজ বাড়িতে ফেরার পথে গুলিবিদ্ধ হন অসীম কুমার চক্রবর্ত্তী। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থা আরো খারাপ হওয়ায় সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অসীম কুমার চক্রবর্ত্তী উপজেলার আট্টাকী কুন্ডুপাড়া গ্রামের প্রয়াত সুধীর কুমার চক্রবর্ত্তীর ছেলে।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
আরএ