মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা বালি গাধা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোরের কেশবপুর উপজেলার ভবতীপুর গ্রামের সামাদ মোড়লের স্ত্রী ফরিদা বেগম ও তার নাতি তালা উপজেলার তৈলকুপি গ্রামের আব্দুল আলিমের ছেলে সাদ।
আহত নানা সামাদ মোড়লকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেশবপুর থেকে সামাদ মোড়ল তার স্ত্রী ও নাতিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে জামাইয়ের বাড়িতে বেড়াতে তৈলকুপি যাচ্ছিলেন। পথে কুমিরায় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাদের বহনকারী মোটরসাইলেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফরিদা বেগম ও সাদের মৃত্যু হয়। আহত হন সামাদ মোড়ল। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
আরএ