ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক আটক দিলদার আহম্মদ

কক্সবাজার: টেকনাফের বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. দিলদার আহম্মদ (৩০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব)।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ অভিযান চালানো হয়।  

দিলদার ওই এলকায় বসবাসরত জমির হোসেনের ছেলে।

উদ্ধার করা এসব ইয়াবার বাজার মূল্য ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ কক্সবাজার অফিসের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বাংলানিউজকে জানান, গোপন সূত্রের ভিত্তিতে বড়ইতলী এলাকায় অভিযান চালোনো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দিলদারকে র‌্যাব সদস্যরা ধরে ফেলে। পরে তার শরীর তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার স্বীকারোক্তি মতে, জনৈক হাশেমের বসতভিটার উত্তর পাশে গর্তের ভেতর থেকে আরও ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, দিলদার র‌্যাবের হাতে ধরা পড়লেও এসময় সৈয়দ আলম প্রকাশ শাহ আলম নামের তার আরেক সহযোগী পালিয়ে গেছেন। শাহ আলম নাইটংপাড়া গোদার পাড় এলাকার মো. সাব্বির আহমদের ছেলে। এ দুই মাদক কারবাবির বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, ১৯ ডিসেম্বর, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।