বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার লেবুগাতী গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে।
পূজা দাস উপজেলার লেবুগাতী গ্রামের প্রদীপ দাসের মেয়ে, সম্প্রতি সে উপজেলার কালারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশ নিয়েছিলো।
মণিরামপুরের কাশিমনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল আহাদ বাংলানিউজকে বলেন, নবম শ্রেণিতে পূজার রোল ছিলো ৭, কিন্তু বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) পূজার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে তার রোল ৯ হয়। পরে বাড়ি ফিরলে তার বাবা একটু অখুশি হয়ে আরও ভালোভাবে পড়াশোনার উপদেশ দেন। এরপরে সন্ধ্যায় সবার অগোচরে দো-তলা বাড়ির সিঁড়ি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পূজা।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
ইউজি/ওএইচ/