ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কর্মী নিয়োগে সতর্ক করলো টোকিও দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
কর্মী নিয়োগে সতর্ক করলো টোকিও দূতাবাস

ঢাকা: জাপানে কর্মী নিয়োগের বিষয়ে কোনো আর্থিক লেনদেন কিংবা বিভ্রান্তিকর তথ্য  প্রচার না করতে টোকিওর বাংলাদেশ দূতাবাস সতর্ক করেছে। ২১ ডিসেম্বর (শুক্রবার)  এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশও করেছে টোকিও দূতাবাস। 

টোকিও দূতাবাস থেকে বলা হয়েছে, জাপানে কর্মী নিয়োগের বিষয়ে বাংলাদেশে বিভিন্নভাবে বিভ্রান্তিকর তথ্য  প্রচার করা হচ্ছে। এটা টোকিওর দূতাবাসও অবগত হয়েছে।

জাপানে কর্মী সংকটের ফলে দেশটিতে কর্মী নিয়োগে একটি আইন পাস হয়েছে।  প্রাথমিকভাবে ৮টি দেশকে এ কর্মী নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে। এ আটটি দেশ হলো- ভিয়েতনাম, চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, মিয়ানমার ও পূর্ব এশিয়ার আরো একটি দেশ। তবে এ তালিকায় বাংলাদেশের নাম নেই। তালিকায় বাংলাদেশকে অন্তর্ভূক্তির বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

জাপানে কর্মী নিয়োগের বিষয়ে কোনো আর্থিক লেনদেন কিংবা বিভ্রান্তিকর তথ্য  প্রচার না করার জন্য দূতাবাস আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জাপানে সরাসরি কর্মী নিয়োগ কিংবা  টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগের বিষয়ে বিভ্রান্ত না হয়ে যে কোনো  তথ্য জানার জন্য সরাসরি টোকিও দূতাবাসে বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
টিআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।