ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বোরবার (২৩ ডিসেম্বর) ভোরে শ্রী নাথ চন্দ্র বর্মণ ও শনিবার (২২ ডিসেম্বর) রাতে তার ছেলে অর্পিত বর্মণের মৃত্যু হয়।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বাংলানিউজকে জানান, শ্রী নাথের শরীরের ৩০ শতাংশ ও অর্পিতের ৪৬ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন।
এর আগে বুধবার (১৯ ডিসেম্বর) দিনগত রাতে শ্রী নাথের মা হরিদাসী ও বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে শ্রীনাথের বোন সুমিত্রা মারা যান।
উল্লেখ্য, বুধবার (১৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লায় হক বাজার এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের নয়জন দগ্ধ হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে।
দগ্ধরা হলেন- শ্রীনগর নাথ চন্দ্র বর্মণ (৩৫), তার স্ত্রী মতি অর্চনা (৩২) তাদের মেয়ে অনামিকা (১৫), ছেলে অর্পিত (১০)। এছাড়া বর্মণের মা ছায়া রানী (৬০), তার মেয়ে সুমিত্রা (২৭), তার ছেলে প্রমিত (১৪), তার ছোট ভাই শাওন (১০), বর্মণের বোন জামাই নারায়ণ চন্দ্র (৪০)।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এজেডএস/আরআইএস/