ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাইকোর্ট মাজারের ১১ সিন্দুক ভেঙে চুরি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
হাইকোর্ট মাজারের ১১ সিন্দুক ভেঙে চুরি হাইকোর্ট মাজার

ঢাকা: হাইকোর্ট মাজারের ১১টি সিন্দুক ভেঙে দানকৃত টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিনগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

খবর পেয়ে রোববার (২৩ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে শাহবাগ থানা পুলিশ। এসময় সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা আবদুল মোতালেব ও আবদুর রাজ্জাক নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নেওয়া হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি-তদন্ত) আরিফুর রহমান সরকার বাংলানিউজকে জানান, হাইকোর্ট মাজারের একটি কক্ষে রাখা ১১টি সিন্দুক ভেঙে দানকৃত টাকা-পয়সা চুরি হয়েছে। মাজার কর্তৃপক্ষ কতটাকা চুরি হয়েছে সে বিষয়ে এখনো কিছু না জানালেও ধারণা করা হচ্ছে ৮-৯ লাখ টাকা হবে। প্রতি ১৫ দিন অথবা একমাস পর পর ওইসব সিন্দুক খোলা হতো। তবে এজাহার দেওয়ার পর বিস্তারিত জানান যাবে।

এক প্রশ্নের জবাবে আরিফুর রহমান বলেন, সেখানকার সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে একজন ব্যক্তি চুরির ঘটনা ঘটিয়েছে। তকে আটকের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।