ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

নাগেশ্বরীতে দেয়াল ধসে শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, ডিসেম্বর ২৩, ২০১৮
নাগেশ্বরীতে দেয়াল ধসে শিশুর মৃত্যু

কু‌ড়িগ্রাম: কু‌ড়িগ্রা‌মের নাগেশ্বরী উপ‌জেলায় পুরাতন বাড়ির দেয়াল ধসে আনাচ আলী না‌মে চার বছরের একটি শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে।

রোববার (২৩ ডি‌সেম্বর) দুপুর ১২টার দি‌কে এ ঘটনা ঘ‌টে। মৃত শিশু আনাচ নাগেশ্বরী পৌরসভার থানাপাড়া এলাকার মঞ্জুরুল ইসলামের ছে‌লে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আনাচ তার দাদিসহ নি‌জে‌দের বাড়ির ভেতরে দেয়ালের পাশে বসে রোদ পোহাচ্ছিলো। হঠাৎ দাদি তাকে ওইখানে রে‌খে কিছুক্ষণের জন্য স্থান ত্যাগ করলে হঠাৎ দেয়াল ধসে পড়ে। এতে শিশুটি চাপা পড়ে ঘটনস্থ‌লেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা শিশুটির মর‌দেহ উদ্ধার করে।

না‌গেশ্বরী পৌরসভার কাউ‌ন্সিলর রোস্তম আলী বাংলা‌নিউজ‌কে ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ডি‌সেম্বর ২৩, ২০১৮
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।