ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর কবর জিয়ারতে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
বঙ্গবন্ধুর কবর জিয়ারতে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি বঙ্গবন্ধুর কবর জিয়ারতে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি। ছবি : বাংলানিউজ

গোপালগঞ্জ: ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসা বা বাইতুল মুকাদ্দাসের দেশ ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মদ আহমেদ হোসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন।

রোববার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের সামনে দাঁড়িয়ে বিভিন্ন সুরা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। পরে তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন।

পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে তিনি স্বাক্ষরও করেন।

এ সময় খতিবের সেক্রেটারি অফিসার মোস্তফা, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান, ইরান বাংলাদেশ চেম্বার অব কর্মাসের সভাপতি ড. কাজী এরতেজা হাসান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মাদ হোসেন মির্জা প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে দুপুর ১২টায় শায়েখ মোহাম্মদ আহমাদ হোসেইন হেলিকপ্টার যোগে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসেন। পরে সড়কপথে বঙ্গবন্ধুর সমাধি সৌধে আসেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এমএমইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।