ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটের প্রতি উপজেলায় ৫০ জন সেনা মোতায়েন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
সিলেটের প্রতি উপজেলায় ৫০ জন সেনা মোতায়েন সেনাবাহিনী

সিলেট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষায় সিলেট সিটি করপোরেশনসহ জেলার প্রতিটি উপজেলায় ৫০ জন করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এম কাজি এমদাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সারাদেশের মতো সিলেট সিটি করপোরেশন ও ১৩টি উপজেলায় ৫০ জন করে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্যমতে, ২৭ জনের সমন্বয়ে করা প্লাটুনে সিলেট জেলায় ৭০০ জন সেনা মোতায়েন করা হয়েছে।

রোববার (২৩ ডিসেম্বর) ভোর থেকে সিলেটের মাঠ শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নামানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।