মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আওলাদ হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
খিলক্ষেত থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মনতোষ সরকার বাংলানিউজকে জানান, বোয়ালিয়া ব্রিজের পাশের রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে রাকিবুরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে। এছাড়া চালককে আটক করা হয়েছে বলেও জানান এএসআই মনতোষ সরকার।
নিহত রাকিবুরের চাচাতো ভাই আবুল কালাম বাংলানিউজকে জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার সুলফিনা গ্রামে। সেখানে তাদের মোবাইলে টাকা রিচার্জ (ফ্লেক্সিলোড) করার ব্যবসা আছে। ব্যবসায়িক কাজে তারা দুজন মোটরসাইকেল যোগে মিরপুর গিয়েছিলেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত আওলাদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এডেজএস/ওএইচ/