মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শরীফুল জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ বাংলানিউজকে বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে, একই অভিযোগে পাকুন্দিয়া উপজেলায় বিএনপির দশ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- মানসুরুল হক বাবুল, এনামুল হক, মোজাম্মেল হক, হুমায়ুন মুর্শেদ পলিন, বাচ্চু মিয়া, দুলাল মাস্টার, টিটু, ইকবাল পাঠান, নজরুল ইসলাম ও আব্দুল কাদির।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এসআরএস