ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোবাইল ইন্টারনেটের থ্রিজি-ফোরজি বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
মোবাইল ইন্টারনেটের থ্রিজি-ফোরজি বন্ধ ...

ঢাকা: ভোটের আগ মুহূর্তে সারাদেশে মোবাইল ইন্টারনেট সেবা গতি কমানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

নাম প্রকাশ না করা শর্তে বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার রাত ১০ টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ করতে মোবাইল ফোন অপারেটরদের এই নির্দেশনা দেয় বিটিআরসি।

তবে টু জি সেবা অব্যহত থাকবে।

এই নির্দেশনার ফলে ইন্টারনেটের গতি কমে গেছে। এর ফলে এখন আর কেউ ভিডিও এবং ছবি পাঠাতে পারবে না। এই নির্দেশনার ফলে সামাজিক যোগযোগ মাধ্যমগুলো ব্যবহার করা কষ্টকর হয়ে যাবে।

সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক সংখ্যা প্রায় ৬০ লাখ।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এমআইএইচ/এসএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।