ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীর এলিফেন্ট রোডে যুবক গুলিবিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
রাজধানীর এলিফেন্ট রোডে যুবক গুলিবিদ্ধ প্রতীকী ছবি

রাজধানীর এলিফেন্ট রোডে মঈনউদ্দিন ওরফে মঈন (১৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ৩০মিনিটে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধর পিতা হারুন ভান্ডারি তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসহপাতালে নিয়ে আসেন।

মঈন এলিফেন্ট রোডের স্টাফকোয়ার্টারে থাকেন।

এলিফেন্ট রোডেই অবস্থিত ইর্স্টান মল্লিকা শপিং কপপ্লেক্স সংলগ্ন রাস্তায় বাসায় যাওয়ার পথে মঈনের বাম হাতের কনুইর ওপর গুলিবিদ্ধ হয়। পরে পরিবারের সদস্যরা তাকে নিয়ে আসেন।

ঢামেক পুলিশ ক্যাম্প এএসআই আব্দুল খান চিকিৎসকের বরাত দিয়ে যানান, গুলিবিদ্ধ মঈনের বতর্মান অবস্থা আশঙ্কা মুক্ত। সে ঢামেকে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, ২৮ ডিসেম্বর, ২০১৮
এজেডএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।