ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হিলি স্থলবন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
হিলি স্থলবন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ ...

দিনাজপুর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাপ্তাহিক বন্ধসহ ৪ দিনের বন্ধ থাকছে দিনাজপুরের হিলিস্থলবন্দরের কার্যক্রম। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টায় ভারত হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

দিনাজপুরের হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার (২৮ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিন থেকে সোমবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, ব্যাংক ক্লোজিং ও ব্যাংক হলিডে উপলক্ষে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের অভ্যন্তরে আটকে পড়া পণ্য খালাসের জন্য শনিবার (২৯ ডিসেম্বর) আধাবেলা বন্দরের কার্যক্রম চলবে।

হিলি ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বাংলানিউজকে জানান, ৪দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা, ২৮ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।