ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
মিরসরাইয়ে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

মিরসরাই (চট্টগ্রাম): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইতে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় বাবা-মেয়ে নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে মহাসড়কের বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতেরা হলেন- বড় তাকিয়া রেলগেট এলাকার সালেহ আহম্মদের ছেলে সুলতান (২৮) ও তার মেয়ে ইসরাত মুনতাহা (১)।

 

এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন সুলতানের স্ত্রী রোজিনা আক্তার ও রিকশাচালক বড় তাকিয়া এলাকার নিচিন্তগ্রামের নেজাম উদ্দিন। রোজিনাকে গুরুতর আহত অবস্থায় মোস্তার নগর হাপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিম উদ্দিন বাংলানিউজকে তথ্য নিশ্চিত করে জানান, ব্যাটারিচালিত রিকশাটি দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসছিল, অপরদিক থেকে ট্রাকটি এসে ব্যাটারিচালিত রিকশাকে চাপা দেয়।  

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এসএইচডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।