ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে তল্লাশিতে সেনাবাহিনী, স্বস্তিতে ভোটাররা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
নারায়ণগঞ্জে তল্লাশিতে সেনাবাহিনী, স্বস্তিতে ভোটাররা নারায়ণগঞ্জের প্রাইভেটকার তল্লাশি করছেন সেনাবাহিনীর সদস্যরা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্নস্থানে তল্লাশিতে নেমেছে সেনাবাহিনী। এ সময় নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে শহরের চাষাঢ়াসহ বিভিন্নস্থানে সেনাবাহিনীকে তল্লাশি করতে দেখা যায়।

সেনাবাহিনীর মেজর মাহমুদ সাংবাদিকদের বলেন, আমরা ভোটারদের নিরাপত্তায় নিয়োজিত আছি।

তল্লাশি চলাকালে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে।

এর আগে গত ২৪ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে মাঠে নামে সেনাবাহিনী।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।