ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দ. আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
দ. আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

কুমিল্লা: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে উজ্জ্বল মিয়া (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। উজ্জ্বল কুমিল্লার মেঘনা উপজেলার হাসনাবাদ গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

নিহতের বাবা শাহজাহান মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সাত মাস আগে খালাতো ভাই একই উপজেলার শিবনগর গ্রামের জামানের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা যায় উজ্জ্বল। সেখানে জামানের দোকানে কাজ করতো সে। রাতে আফ্রিকান কালো বর্ণের একদল সন্ত্রাসী দোকানে গিয়ে এলোপাথাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।